মৌলভীবাজারে ১ লক্ষ গাছের চারা বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রাঙ্গণে জেলা ব্যাপী ১ (এক) লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন আয়োজনে মৌলভীবাজার জেলা ব্যাপী ১ লক্ষ গাছের চারা রোপণের মাধ্যমে উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমানসহ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, জেলা এবং উপজেলা পর্যায়ের সকল সরকারি, বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান উক্ত কর্মসূচিতে একযোগে অংশগ্রহণ করে। এই আয়োজনকে সফল করে তুলতে সহযোগিতা করছে পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ মৌলভীবাজার।
মাসব্যাপী মৌলভীবাজার সদর উপজেলায় ১৫,০০০টি, রাজনগর উপজেলায় ১২,০০০টি, কুলাউড়া উপজেলায় ২৫,০০০ টি, জুড়ী উপজেলায় ১৫,০০০ টি, বড়লেখা উপজেলায় ১০,০০০ টি, কমলগঞ্জ উপজেলায় ১৩,০০০ টি এবং শ্রীমঙ্গল উপজেলায় ১০,০০০ টি গাছের চারা রোপণ করা হবে।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ, মৌলভীবাজার।
উল্লেখ্য যে, রোপিত চারাগুলোর মাঝে গর্জন, চিকরাশি, জারুল, সোনালু, আকাশমনি, কৃষ্ণচূড়া সহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা গাছ রয়েছে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।
আজ পহেলা আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ বর্তমান সরকারের পরিবেশবান্ধব টেকসই উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার উদ্যোগ হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে বর্ষামঙ্গল পালনের উদ্দেশ্যে প্রশাসকের কার্যালয়ে একটি গাছের চারা রোপনের মাধ্যমে জেলাব্যাপী একদিনে মৌলভীবাজার জেলায় এক লক্ষ বৃক্ষের চারা রোপনের অংশ হিসাবে উদ্যোগ নেয়া হয়।
মন্তব্য করুন