মৌলভীবাজারে ২৪ ঘন্টায় আক্রান্তের সর্বোচ্চ রেকড : লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়ালো

July 5, 2021,

স্টাফ রিপোর্টার॥ সারা দেশের ন্যায় সীমান্ত জেলা মৌলভীবাজারে করোনার সংক্রামণে রয়েছে উর্ধগতি। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নতুন নতুন মানুষ। অনেকেই জ¦র-কাশি ও স্বাসকষ্ট সহ করোনা উপসর্গ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ জন। এটি মৌলভীবাজারে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চলমান সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। ফলে আগামী ১৪ জুলাই পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। সোমবার ৫ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সোমবার ৫ জুলাই মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায় ২৪ ঘন্টায় মৌলভীবাজারে ১৪২টি নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৩ শতাংশ। নতুন আক্রান্ত ৬১ জনের মধ্যে রাজনগরের ৪ জন, কুলাউড়ার ১৭ জন, বড়লেখার ৪ জন, কমলগঞ্জের ১ জন, শ্রীমঙ্গলের ৬ জন, জুড়ীর ৬ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ২৩ জন।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ১৪২ টি নমুনা পরীক্ষায় পাঠালে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৪৩ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৩ হাজার ১‘শ ৮২ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ২ হাজার ৭ শত ৩২ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৫ জন।
সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৩৭ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com