মৌলভীবাজারে ৩ দফা দাবিতে প্রতিদিন ১ ঘন্টা করে সরকারি কলেজের বেসরকারী কর্মচারীদের কর্মবিরতি

October 12, 2023,

স্টাফ রিপোর্টার॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার সরকারী কলেজেরে ৭০জন বেসরকারী কর্মচারী তাদের ৩ দফা দাবিতে প্রতিদিন ১ ঘন্টা করে কর্মবিরতি পালন করছে।

১২ অক্টোবর বৃহস্পতিবার সরকারী কলেজের বেসরকারী কর্মচারী ইউনিয়নের ব্যানারে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত সরকারী কলেজে গেটে এ কর্মসূচী পালন করা হয়। ৫ অক্টোবর থেকে শুরু হয়ে ৬ষ্ঠ দিনের মত একর্মসূচী অব্যাহত রয়েছে।

দাবিগুলো হচ্ছে, বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর, চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতনভাতাদি প্রদান করা ও অস্থায়ীভাবে কর্মরতদের বাদ দিয়ে নতুন নিয়োগ দেয়া যাবেনা।

আন্দোলনকারীরা বলেন, তারা ৫ থেকে ৩০ বছর পর্যন্ত চাকরী করছেন, কিন্তু সরকারি কোন সুযোগ-সুবিধা পাচ্ছেন না। বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বোগতির কারণে তারা হিমশিম খাচ্ছেন বলে জানান। তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com