মৌলভীবাজার জেলা প্রশাসনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান

August 4, 2021,

স্টাফ রিপোর্টার॥ শোকাবহ আগস্ট স্মরণে মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুজিব বর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন স্কুল-কলেজের মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রথমবারের মত “বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি” প্রদান করা হয়।
৪ আগস্ট বুধবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে “বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি” প্রদান করেন। এ সময় তাদের পড়ালেখায় আগ্রহী হয়ে বঙ্গবন্ধুর চেতনা বুকে ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মোঃ মেহেদী হাসান।
মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসক এই বিশেষ উদ্যোগ “বঙ্গবন্ধুর শিক্ষাবৃত্তি” এখন থেকে প্রতিবছর প্রদান করা হবে।
অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি), তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রুমানা ইয়াসমিন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমানসহ ছাত্র-ছাত্রীগণ এর অভিভাবকবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com