মৌলভীবাজার জেলা বিএনপির দু’গ্রুপের স্মারকলিপি প্রদান

November 24, 2021,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপি দু’গ্রুপ স্মারকলিপি প্রদান করে।
বুধবার ২৪ নভেম্বর দুপুরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বরাবরে স্মারকলিপি প্রদান করেন, জেলা বিএনপির সভাপতি নাসের রহমানের পক্ষে সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সহ সভাপতি মোজ্জেম হোসেন মাতুক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান, মতিন বকস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশীদ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম ইমানী, জেলা বিএনপির সদস্য মোঃ রফিকুল ইসলাম, আব্দুর রকীব খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী প্রমুখ।
অপর দিকে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে জেলা বিএনপির সহ-সভাপতি এম. এ মুকিত, সহ- সভাপতি ইয়াওর আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলার সহ-দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, জেলার অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম।
এসময় জেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com