মৌলভীবাজার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠলো!

April 14, 2016,

সাইফুল ইসলাম॥ আচমকা ভয়ানক এক ভূমিকম্পে কেঁপে ওঠলো মৌলভীবাজার। স্মরণকালের অন্যতম এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন নগরবাসী।বুধবার ১৩ এপ্রিল রাত ৭টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প হয়। এসময় আতঙ্কিত জেলার বাসা-বাড়ি, মার্কেট থেকে বেরিয়ে আসেন রাস্তায়। তবে শুধু মৌলভীবাজার নয়, সারাদেশে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা থেকে ৪৬০ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত-মায়ানমার সীমান্তে ভূমিকম্পের কেন্দ্র। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ১২০ কিলোমিটার। মায়ানমারের মাওলাইকে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩৫ কিলোমিটার নিচে এ ভূমিকম্পের উৎপত্তি হয় বলে ভূমিকম্পের মাত্রা পরিমাপক সংস্থা ইউএসজিএস জানিয়েছে। প্রাথমিকভাবে জেলায় কোনো ধরনের ক্ষতিক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর ইন্টারনেট সংযোগসহ মোবাইল নেটওয়ার্কে সমস্যার কথা জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com