মৌলভীবাজার মডেল থানার বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

November 19, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার সদর মডেল থানার চারটি পৃথক অভিযানে আন্তঃজেলা পেশাদার চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করছে সদর মডেল থানার চারটি চৌকস দল।
গ্রেফতারকৃত চার চোর সদস্য হলো,(১) রাশেদ খাঁ ওরফে চোরা রাশেদ, (২) কামরুল ইসলাম (৩) বাবুল গঞ্জু ও (৪) রিনা বেগম। এসময় এক আসামীর কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে রাশেদ খাঁ ওরফে চোরা রাশেদ মাদক মামলারও আসামী এবং গ্রেফতারকৃত কামরুল ইসলাম পরোয়ানাভূক্ত আসামী।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন ১৮ নভেম্বর বৃহস্পতিবার সদর থানার চারটি পৃথক অভিযানে পেশাদার চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও শীত মৌসুমকে কেন্দ্র করে চলমান বিশেষ অভিযানের ধারাবাহিকতায় জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ অভিযানে আটক চারজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com