যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেলেন মৌলভীবাজারের সাবেক ডিসি নাহিদ আহসান

স্টাফ রিপোর্টার॥ যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেলেন মৌলভীবাজারের সাবেক জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সোমবার ৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে ২২১ জন উপসচিব ও সমপদমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করেছে সরকার।
এরমধ্যে মীর নাহিদ আহসানও রয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা ছয়জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।
তিনি যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সংশ্লিষ্ট সকল সিনিয়র অফিসারদের, অনুজ সহকর্মীদের, ভাইবোন, আত্মীয়স্বজন এবং বন্ধুসহ দোয়া, সমর্থন ও শুভকামনা তাঁর এ পথচলার অনুপ্রেরণা তাদেরও তিনি কৃতজ্ঞতা জানান।
তিনি সকলের কাছে দোয়া চেয়ে সর্বদা যেন আগামীর দিনগুলোতেও একইভাবে সততা ও নিষ্টার সর্বোচ্চটা দিয়ে দেশের জন্য কাজ করতে পারেন এ প্রত্যয় ব্যক্ত করেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবে ২০২০ সালের ২৫ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ অধিশাখার উপসচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মৌলভীবাজারসহ ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়। মীর নাহিদ আহসান ২২তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা।
২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করেন। ২০০৩ সালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদে যোগদান করেন।
চাকুরী জীবনে তিনি গাজীপুরে সহকারী কমিশনার (ভুমি) পদে, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার পদে, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমাদ মানকিনের একান্ত সচিব, বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জেকবের ব্যক্তিগত সহকারি পদে, পদ্মা সেতু প্রকল্পের উপ-পরিচালক পদে ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার পদে কাজ করেন।
চলতি বছরের ২৩ মার্চ মৌলভীবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসানের বদলির আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়। দেশের গুরুত্বপূর্ণ জেলায় তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সাধারণ মানুষকে আপন করে নেন তিনি।
মন্তব্য করুন