রাজনগরের মুন্সিবাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি : ৩ দোকানে জরি*মানা

May 6, 2025,

রাজনগর প্রতিনিধি : রাজনগর উপজেলার মুন্সিবাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তিনটি দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার  ৬ মে দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল-আমীন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় রাজনগর থানা পুলিশের একটি টীম অভিযানে সহায়তা করেন।

অভিযানে সুভাষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৬ হাজার টাকা, মা-বাবার স্টোরকে ১হাজার টাকা ও মেসার্স ফুড কর্ণারকে ১হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করা হয় এবং আইন অনুযায়ী তাদের মোট ৮ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

সহকারী পরিচালক আল-আমীন বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমাদের নিয়মিত অভিযান চলবে। কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ বা ক্ষতিকর পণ্য বিক্রি করতে দেওয়া হবে না।

এছাড়াও মুন্সিবাজারে ২/৩টি মাংশের দোকানে ক্ষতিকর রং ও বেশি দামে মাংশ বিক্রির অভিযোগ রয়েছে। সেখানে অভিযান পরিচালনা করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিক্রেতারা দোকান বন্ধ করে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com