রোটারী ক্লাব অব শ্রীমঙ্গল ২০২১-২০২২ নতুন কমিটি দায়িত্ব গ্রহন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন রোটারি ক্লাবের অব শ্রীমঙ্গলের ২০২১-২০২২ অর্থ-বছরের নতুন কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠান(Collar Handover Progrum) সম্পন্ন হয়েছে।
বুধবার ৩০ জুন রাত ৮ ঘঠিকায় রোটারী ক্লাব অব শ্রীমঙ্গল এর কনফারেন্স হল রুমে Collar Handover অনুষ্ঠানের মাধ্যমে ২০২০-২০২১ এর প্রেসিডেন্ট রোটারিয়ান মিঠন পাল ও সেক্রেটারী রোটারিয়ান শাহ আরিফ আলী নাসিম রোটারী ক্লাবের ২০২১-২০২২ মেয়াদের জন্য নতুন প্রেসিডেন্ট হুমায়ুন কবির চৌধুরী রিপন ও সেক্রেটারী মশিউর রহমান রিপন-কে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব শ্রীমঙ্গলের অন্যান্য সকল রোটারীয়ান বৃন্দ।
রোটারী ক্লাব অব শ্রীমঙ্গল নতুন প্রেসিডেন্ট ও সেক্রেটারি জানান, রোটারি ইন্টারন্যশনাল মানবকল্যাণ ও সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে। তাই বিগত প্রেসিডেন্ট ও সেক্রেটারিগণ অনেক ভাল কাজ করে সাফল্য অর্জন করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের মেয়াদকালে দৃশ্যমান মানবকল্যাণ ও সমাজ কল্যাণমূলক ব্যতিক্রমি কাজ করার চেষ্ঠা করবো। তাই সকল রোটারিয়ানদের সহযোগীতা কামনা করছি।
মন্তব্য করুন