রোটারী ক্লাব অব শ্রীমঙ্গল ২০২১-২০২২ নতুন কমিটি দায়িত্ব গ্রহন

July 1, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন রোটারি ক্লাবের অব শ্রীমঙ্গলের ২০২১-২০২২ অর্থ-বছরের নতুন কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠান(Collar Handover Progrum) সম্পন্ন হয়েছে।
বুধবার ৩০ জুন রাত ৮ ঘঠিকায় রোটারী ক্লাব অব শ্রীমঙ্গল এর কনফারেন্স হল রুমে Collar Handover অনুষ্ঠানের মাধ্যমে ২০২০-২০২১ এর প্রেসিডেন্ট রোটারিয়ান মিঠন পাল ও সেক্রেটারী রোটারিয়ান শাহ আরিফ আলী নাসিম রোটারী ক্লাবের ২০২১-২০২২ মেয়াদের জন্য নতুন প্রেসিডেন্ট হুমায়ুন কবির চৌধুরী রিপন ও সেক্রেটারী মশিউর রহমান রিপন-কে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব শ্রীমঙ্গলের অন্যান্য সকল রোটারীয়ান বৃন্দ।
রোটারী ক্লাব অব শ্রীমঙ্গল নতুন প্রেসিডেন্ট ও সেক্রেটারি জানান, রোটারি ইন্টারন্যশনাল মানবকল্যাণ ও সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে। তাই বিগত প্রেসিডেন্ট ও সেক্রেটারিগণ অনেক ভাল কাজ করে সাফল্য অর্জন করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের মেয়াদকালে দৃশ্যমান মানবকল্যাণ ও সমাজ কল্যাণমূলক ব্যতিক্রমি কাজ করার চেষ্ঠা করবো। তাই সকল রোটারিয়ানদের সহযোগীতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com