র্যাবের হাতে গ্রেপ্তার ১৭৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী
September 18, 2021,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া পৌরসভার মনসুর রোড সংলগ্ন ‘মা ফার্ণিচার’ এলাকায় থেকে ১৭৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়।
১৭ সেপ্টেম্বর শুত্রুবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল অতিরিক্তি পুলিশ সুপার বসু দত্ত চাকমা এবং সিনিয়র এএসপি মোঃ লুৎফুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ লুৎফুর রহমান (৩৫), পিতা-মৃত লতিব আলী, ঠিকানা-পূর্বসাতকরাকান্দি, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার। আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (খ)/৪১ ধারা মূলে মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন