লকডাউনে মৌলভীবাজার জেলা সদরে ৫৩ জনকে ৩৭ হাজার ৭ শত টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার॥ বিনা কারণে লকডাউন দেখতে রাস্তায় বের হলেই আটক কিংবা অর্থদন্ড দিতে হচ্ছে। মৌলভীবাজারের জেলা শহর ও উপজেলা শহরে প্রশাসনের এমন কঠোর নজরদারিতে পালিত হচ্ছে চলমান লকডাউন।
জেলা প্রশাসন সুত্রে জানা যায় জেলার ৭টি উপজেলাতে ২৩ টি টিম লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে। জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের সার্বিক দিকনির্দেশনায় এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেটগণ ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। তাদের সার্বিক সহায়তায় মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ,র্যাব ও আনসার সদস্য।
৫ জুলাই সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করে তথ্য সদর উপজেলা ৫৩ জনকে অর্থদন্ড ৩৭,৭০০/=টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সাময়িক আটক করা ২৮ জনকে। এছাড়া ১টি সেলুনকে বন্ধ করে দেয়া হয়েছে।
এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেটগণের মধ্যে উপস্থিত ছিলেন, আসমা উল হুসনা, সানজিদা রহমান, মোঃ আরিফুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ রফিকুল ইসলাম, অর্ণব মালাকার, সাফকাত আলী।
মন্তব্য করুন