লক্ষ্যমাত্রা ৫৩৬ মেট্রিক টন বড়লেখায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

May 6, 2021,

আব্দুর রব॥ বড়লেখা সরকারী খাদ্য গোদামে বোরো মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এবার ৫৩৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা খাদ্য বিভাগ। ইতিমধ্যে উপজেলার হাকালুকি হাওরপারসহ বিভিন্ন এলাকায় ধান সংগ্রহে ব্যাপক প্রচারণা চালানো হয়। ৫ মে বুধবার ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। এসময় ৩ জন কৃষক সরকারী মূল্যে ৬ মেট্রিক টন ধান বিক্রয় করেন।
গত বছর বোরো ধান সংগ্রহের লক্ষমাত্রা ৪১৭ মে. টন নির্ধারণ করা হলেও সংগ্রহ করা হয়েছিল মাত্র ২২০ মে.টন।
উপজেলা খাদ্য কর্মকর্তা মোস্তাক আহমদের সভাপতিত্বে ও খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) আব্দুস শহীদ মাহবুবের পরিচালনায় ধান সংগ্রহ উপলক্ষে খাদ্য গোদাম প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, কৃষি অফিসার দেবল সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফেজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com