‘শিকরের সন্ধানে’ বইয়ের মোড়ক উন্মোচন

September 13, 2021,

স্টাফ রিপোর্টার॥ হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রাঃ) বংশধররা কে কোথায় আছেন এ নিয়ে সৈয়দ কামাল আহমদ বাবু’র সম্পাদনায় ‘শিকরের সন্ধানে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর মৌলভীবাজার পাবলিক লাইবেরির সৈয়দ মোস্তফা আলী হল রুমে প্রধান অতিথি হিসেবে ‘শিকরের সন্ধানে’ বইয়ের মোড়ক উন্মোচন করেন লেখক ও গবেষক ডা. এস এম ইলিয়াস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি উচ্চ কলেজের অধ্যক্ষ ড. মোঃ ফজলুল আলী, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান, শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মহসিন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, শ্রীমঙ্গল দ্বারিকাপাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মনসুরুল হক, মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র মোঃ ফয়জুল করিম ময়ূন।
বক্তব্য রাখেন সৈয়দ শাহ্্ মোস্তফা (রঃ) দরগা শরীফের মোতাওয়াল্লি সৈয়দ খলিলউল্লাহ ছালিক জুনেদ, অবসর প্রাপ্ত প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান, জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন আহমদ, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সৈয়দ মনসুর আহমদ সুমেল।
বক্তারা দীর্ঘদিন পর হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রাঃ) জীবনী এবং তাদের বংশধররা কে কোথায় আছেন সুন্দরভাবে তুলে ধরার জন্য লেখকের ভূয়সী প্রশংসা করেন। লেখক সৈয়দ কামাল আহমদ বাবু তার বক্তব্যে বলেন বইটিতে যদি কোনো ভুল থাকে তাহলে পরবর্তি সংক্ষরণে সংশোধন করে দিবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com