শেরপুর প্রেসক্লাবের বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ
June 22, 2022,

স্টাফ রিপোর্টার॥ সিলেট বিভাগের তিনটি জেলার মিলনস্থল ও শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল এলাকায় অবস্থিত ‘শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
বুধবার ২২ জুন দুপুরে শেরপুর পাশ্ববর্তী এলাকা সিলেট জেলার ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের চর তাজপুর (দক্ষিন তাজপুর) এলাকা সাংবাদিক নেত্রীবৃন্দ পরিদর্শন করেন এবং ঘরে ঘরেপ্রায় ৩০০ শতাধিক পেকেট রান্না করা খাবার বিতরণ করেন।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি শিহাবুর রহমান নেতৃত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, শেরপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সামাদ আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সাহেদ মিয়া, প্রচার সম্পাদক রিপন মিয়া, অর্থ সম্পাদক হাফিজ জুবায়ের আহমেদ, সদস্য ফাহাদ আহমেদ, এহিয়া আহমেদ প্রমূখ।
মন্তব্য করুন