শ্বাসরুদ্ধ ম্যাচে ৫ রানে ভারতকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

December 7, 2022,

বিশেষ প্রতিনিধি॥ এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে সিরিজ জয় করে নিয়েছে টাইগাররা। ভারতকে ৫ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ২৭২ রানের টার্গেটে খেলতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৬ রান করে রোহিত শর্মা। ফলে ৫ রানে জয় পেয়ে যায় বাংলাদেশ।

 বুধবার ৭ ডিসেম্বর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের করা ২৭১ রানের জবাবে ভারতের ইনিংস থামে ২৬৬ রানে।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারনেনি টাইগার ব্যাটাররা। দলীয় ৬৯ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ফলে একপ্রকারে সবাই আজ জয়ের আশা হারিয়েই ফেলেছিল। কিন্তু আশা জাগিয়ে রাগে মেহেদী হাসান মিরাজ ও মাহমুদুল্লাহর জুটি।

জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্রেয়াশ আয়ারের ৮২ এবং অক্ষর প্যাটেলের ৫৬ রানের ওপর ভর করে ভারতীয়দের জয়ের লক্ষ্যে অনেকদূর এগিয়ে যায়। শেষ মুহূর্তে রোহিত শর্মা আশার বাতি জালালেও জয় সম্ভব হয়নি। শেষ বলে দরকার ছিল ১ বলে ৬ রান। কিন্তু ফিজের বলে বাউন্ডারি হাকাতে পারেননি রোহিত। ফলে ৫ রানে জয়ের মধ্য দিয়ে সিরিজও জিতে নেয় বাংলাদেশ।

মেহেদী ও মাহমুদুল্লাহ দেখেশুনে খেলতে থাকে ভারতীয় বোলারদের। বড় জুটি গড়ার পর উমরান মালিকের বলে ক্যাচ তুলে দেন মাহমুদুল্লাহ। ব্যক্তিগত ৭৭ রান করে আউট হন তিনি। কিন্তু বড় ইনিংস গড়া নিয়ে এরপরও হাল ছাড়েনি প্রথম ম্যাচে জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচের শেষ বলে তুলে নেন অবিসাশ্ব সেঞ্চুরী। মিরাজের রানের উপর ভর করে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ২৭১ রান।

বাংলাদেশের পক্ষে এবাদত পেয়েছেন ৩ উইকেট। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও সাকিব ২টি করে এবং মুস্তাফিজ ও মাহমুদুল্লাহ ১টি করে উইকেট শিকার করেন। এটা ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় দ্বিপাক্ষিক সিরিজ জয়।

এরআগে মাশরাফি বিন মোর্ত্তজার অধিনায়কত্বে বাংলাদেশ মাহেন্দ্র সিং ধোনীর ভারতকে হারিয়ে সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। ভারতের শ্রেয়াস আয়ার ৮২, আক্সার প্যাটেল ৫৬ এবং শেষ দিকে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ২৮ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে ইবাদত হোসেন ৩ উইকেট, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ ২ উইকেট নেন। আগামী ১০ ডিসেম্বর ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com