শ্রীমঙ্গলে অনুমোদনহীন চা-পাতা ব্যবসা: ৮ লক্ষ টাকার চা-পাতা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে অনুমোদনহীনভাবে চা-পাতা ব্যবসা, ভুয়া ব্র্যান্ডের নামে প্যাকেটজাতকরণ এবং অবৈধভাবে চা-পাতা গোদামজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ চা-পাতা জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।
৮ জুলাই মঙ্গলবার শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোড, স্টেশন রোড ও সোনারবাংলা রোডের বিভিন্ন চা-পাতা বিক্রয় প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চা বোর্ড-চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-সচিব মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন।
অভিযানকালে মৌলভীবাজার রোডের টুম্পা টেলিকম অ্যান্ড টি হাউজ নামের একটি প্রতিষ্ঠানে বিএসটিআই অনুমোদনহীন বিভিন্ন ব্র্যান্ডের নামে চা-পাতা প্যাকেটজাত ও মজুদ করার প্রমাণ মেলে। এতে প্রতিষ্ঠানটির মালিক চিনু ভূষণ দাশকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া তার গোদাম থেকে অবৈধভাবে মজুদ রাখা ৪০ বস্তা চা-পাতা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮ লক্ষ ২২ হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চায়ের গুণগতমান রক্ষা এবং অবৈধ চা-পাতা ব্যবসা প্রতিরোধে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।
মন্তব্য করুন