শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন রোধে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

September 10, 2022,

বিকুল চক্রবর্তী॥ সবুজ আন্দোলনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু পরিবর্তন রোধে আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা, বৃক্ষ রোপন ও সম্মাননা প্রদান।
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সবুজ আন্দোলন শ্রীমঙ্গল এর আহবায়ক রীনা সরকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
১০ সেপ্টেম্বর শনিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন মৌলভীবাজার এর আহব্বায়ক সালেহ আহমদ সেলিম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভূমি সন্দ্বীপ তালুকদার, বিএমএ শ্রীমঙ্গল এর সভাপতি ডা: হরিপদ রায় ও বীরাঙ্গনা বীরমাতা মনোয়ারা বেগম।
অনুষ্ঠানে জলবায়ূ পরিবর্তন রোধে মুল বক্তব্য উপস্থাপন করেন প্রবীণ শিক্ষক কবি ও প্রাবন্ধিক দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শ্রীমঙ্গল তথা মৌলভীবাজার জেলা পরিবেশ রক্ষায় অনন্য ভূমিকা রাখায় শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জারর্ড ওয়াইল্ডলাইফ এর খোকন সিংহ ও সুহেল শ্যাম এবং সাংবাদিক এস কে দাশ সুমনকে সম্মাননা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, পৃথিবীতে মানুষকে বেঁচে থাকতে হলে এই মূহুর্তে আমাদের অন্যতম কাজ হলো পরিবেশ রক্ষায় মনোনিবেশ করা। তারা বলেন, এর জন্য যার যার জায়গা থেকেই সচেতন হতে হবে।
এর আগে সবুজ আন্দোলন শ্রীমঙ্গল এর পক্ষ থেকে শ্রীমঙ্গল প্রাণী সম্পদ অফিস ক্যাম্পাসে বৃক্ষ রোপন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com