শ্রীমঙ্গলে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের শ্রীমঙ্গল ও হবিগঞ্জের যৌথ ফলোআপ মিটিং অনুষ্ঠিত

September 30, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল ও হবিগঞ্জ এর যৌথ ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলায় রাজঘাট ইউনিয়নের খেজুরী ছড়া র‌্যানার স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা সুজন সেক্রেটারী ও পিএফজি এ্যাম্বসেডর চৌধুরী মিজবাহ উল বারী লিটন এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল পিএফজি সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপিক এর কেন্দ্রীয় প্রেজেক্ট ম্যানেজার রঘুনাথ ও ফিল্ড কো-অডিনেটর মাইমুনা আক্তার রুবি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএফজি হবিগঞ্জ এর সমন্বয়কারী অধ্যক্ষ জালাল উদ্দিন রুমি। বক্তব্য রাখেন শ্রীমঙ্গল এ্যাম্বসেডর বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো: মাহবুব রেজা, পিএফজি সদস্য শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র কমিশনার মীর এম এ সালাম প্রমুখ।
সভায় নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যকক্র ব্যাপক ভাবে পরিচালনা করতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং অর্থ, দ্বন্দ্ব নিরসন, প্রচার ও প্রকাশনা এবং তথ্য উপকমিটি গঠন করা হয়। এছাড়া আগামী ২রা অক্টোম্বর আন্তর্জাতিক অহিংস দিবস পালনের সিদ্ধান্ত গ্রহিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com