শ্রীমঙ্গলে ফুটবল টুর্নমেন্টের উদ্বোধন

July 14, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে মরহুম শফিকুর রহমান এমপি ও ইউপি চেয়রম্যান আব্দুল হাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার ১৩ জুলাই বিকেলে কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কিশোর ও যুবকদের মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই। তিনি এ টুর্নামেন্টের আয়োজদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরণের ক্রীড়া অনুষ্টান আয়োজন চলমান রাখার অনুরোধ জানান।

উপজেলা যুবদলের পৌর শাখার আহ্বায়ক সরোয়ার হোসেন এর সভাপতিত্বে ও আব্দুল কাদির জিলানির সঞ্চালনায় অনুষ্টানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য দুরুদ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান রিপন, কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকী প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে মির্জাপুর ইউনিয়ন একাদশ ও কালাপুর লাল দলের মধ্যকার খেলায় ১-০ ব্যবধানে মির্জাপুর ইউনিয়ন টিম জয় লাভ করে। খেলা পরিচালনায় ছিলেন মো. মিজানুর রহমান, মো: আবুল কাশেম, কাঞ্চন গৌড় ও সুদর্শন দাশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com