শ্রীমঙ্গলে বিরল প্রজাতির আইড ক্যাট স্নেক উদ্ধার

June 10, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বিরল প্রজাতির একটি আইডল স্নেক উদ্ধার করা হয়েছে। দুর্লভ এই সাপটিকে বৃহস্পতিবার ১০ জুন সকালে নতুনবাজার থেকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
সজল দেব জানান, সকাল সাড়ে ১১টার দিকে সাপটিকে দেখতে পেয়ে স্থানীয় একজন তাঁর কাছে ফোন করে জানায়। খবর পেয়ে তিনি নতুনবাজার একটি কাঠাল ভর্তি জীপ গাড়ি থেকে সাপটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে কাঠালের সাথে পাহাড় থেকে সাপটি বাজারে চলে আসে। বাজারে সাপটিকে কেউ না মেরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়ায়, দুর্লভ প্রজাতির এ সাপটি রক্ষা পায়। এটিকে বন্যপ্রণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে। স্বপন দেব সজল জানান, বনবিভাগের সাথে আলাপ করে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com