শ্রীমঙ্গলে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন

July 1, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
দেশব্যাপী চলছে সরকারিভাবে নির্দেশিত ৭ দিনের কঠোর লকডাউন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ১ জুলাই সকাল থেকে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকান। জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া লোকজনের সংখ্যাও ছিল কম। তবে শহর ও গ্রামের সড়কগুলোতে জরুরি পণ্যবাহী গাড়ি, রিকসা ছাড়াও বিশেষ প্রয়োজনে কিছু ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা যায়। এদিকে লকডাউন কার্যকর ও মানুষকে ঘরে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীসহ বিপুল সংখ্যক আইন শৃংঙ্খলাবাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা গেছে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে এবং উপজেলার প্রবেশমুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন এলাকায় ঘুরে মানুষকে মাস্ক পরিয়ে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন। এছাড়াও হ্যান্ড মাইক এর মাধ্যমে সঠিকভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনের পাশাপাশি সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলার জন্য উপজেলাবাসীর প্রতি আহ্বান জানান। উপজেলা নির্বাহি কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে উক্ত মহড়ায় লকডাউন বাস্তবায়নে পুলিশ সদস্যদের সাথে নিয়ে সহযোগিতা করেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ. আব্দুছ ছালেক, পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির। এসময় সেনাবাহিনীর একটি টিম নিয়ে মহড়ায় অংশ নেন ক্যাপ্টেন মো. সালমান।
এদিকে সরকারের নির্দেশনা অমান্য করে ঘর থেকে বের হওয়া কয়েকজন পথচারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করতেও দেখা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com