শ্রীমঙ্গলে শিব মন্দির উদ্বোধন
June 22, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল বৈদ্যবাড়ি সড়কে শ্রীশ্রী সার্বজনীন কালীবাড়িতে প্রতিষ্টা করা হয়েছে শ্রীশ্রী মহাদেব মন্দির। এ উপলক্ষে সোম ও মঙ্গলবার আয়োজন করা হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মালার। ২২ জুন মঙ্গলবার মন্দিরে চলছে পূর্জাচনা ও নাম সংকীর্তন। এর আগে সোমবার সকালে আয়োজিন করা হয় বিশেষ যজ্ঞানুষ্ঠানের। একই সাথে নবনির্মিত মহাদেব মন্দিরে প্রতিষ্টা করা হয় মহাদেবের নববিগ্রহ। পূর্জাচনার শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে আগত ভক্তদের জন্য আয়োজন করা হয় মহা প্রসাদ বিতরণের। মন্দিরটি দান করেন শ্রীমঙ্গল পৌরসভার প্রাক্তন কমিশনার নৃপেন্দ্র কুমার বৈদ্য ও তার পরিবার বর্গ।
মন্তব্য করুন