শ্রীমঙ্গলে সেপটি ট্যাংকের বিষক্রিয়ায় চা শ্রমিক ৪ তরুণের মৃ/ত্যু

July 10, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের সীমান্তবতী হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় আপন ২ ভাই সহ ৪ তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, বুধবার ৯ জুলাই রাতে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের সীমান্তবর্তী হরিণছড়া চা-বাগানে সেপটিক ট্যাংকে মুঠোফোন পরে গেলে উঠাতে নামে রানা নায়েক। পরে তাকে উদ্ধার করতে নামে তার ভাই শ্রাবণ নায়েক। এর পর তাদের উদ্ধার করেত সেপটিক ট্যাংকে নামে কৃষ্ণ রবিদাস, নিপেন ফুলমালি ও রবি বুনার্জী। এক পর্যায়ে তারা সকলেই বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন। এরা সবাই শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান। এদিকে দূর্গম এলাকা হওয়ায় তাদের হাসপাতালে আনতেও সময় লাগে। পরে তাদের লাশ মধ্যরাতে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় রবি বুনার্জী নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com