শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রয়ানে স্মরন সভা ও স্মৃতিচারন অনুষ্ঠিত

May 30, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান, সনাতনী সমাজের প্রানপুরুষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সম্মানিত উপদেষ্টা, শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রনধীর কুমার দেব এর অকাল প্রয়াণে শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়ার নাট মন্দিরে স্মরন সভা ও স্মৃতিচারন সভা অনুষ্ঠিত হয়।
রবিবার ৩০ মে সন্ধ্যা ৭ ঘটিকায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল ইউনিয়ন শাখা ও বিবেকানন্দ ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে স্মরন সভা ও স্মৃতিচারন সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন রায়। দিগি¦জয় রায় আকাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি দ্বিজেন্দ্র লাল রায়, ডা. হরিপদ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহবায়ক জহর তরফদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া পরিচালনা কমিটি সভাপতি অজয় কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারন সম্পাদক সুশীল শীল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্য সচিব সমীরন সরকার,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শ্রীমঙ্গল পৌর শাখার সম্পাদক সাধন দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সাবেক সভাপতি সনজয় রায় রাজু, বর্তমান সম্পাদক ছোটন চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল ইউনিয়ন শাখার সভাপতি শ্রীপদ দেব, সম্পাদক সুদীপ দাশ রিংকু, শিক্ষক অলক পাল, কুটন অধিকারী প্রমুখ।
স্মরণ সভার শুরুতেই প্রয়াত রনধীর কুমার দেব এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com