শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটির অভিষেক

March 16, 2023,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান বৃহস্পতিবার ১৬ মার্চ দুপুরে শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ  অডিটোরিয়াম কাম মাল্টিপারপস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন।

শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির সভাপতি ঝলক চক্রবর্তী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব নোমান আহমদ সিদ্দিকী, শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের শাহেদ গাজীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী একং কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com