শ্রীমঙ্গল কালিঘাট চা বাগানের কোভিড-১৯ টিকা নিবন্ধন ক্যাম্পেইন ও তথ্য অধিকার ২০০৯ এর পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ ‘‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’’ এই শ্লোগান মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালিঘাট চা বাগানের চা শ্রমিকদের জন্য বিনামূল্যে কোভিড-১৯ টিকা নিবন্ধন ক্যাম্পেইন ও তথ্য অধিকার বিষয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় কালিঘাট ইউনিয়নের কালিঘাট বাজার ও দুর্গা মন্দির এলাকায় এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লে´ এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাদ আহমদ।
সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি, শ্রীমঙ্গল এর সহযোগিতায় ও ইয়েস গ্রুপ শ্রীমঙ্গল এর আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য। টিআইটি এরিয়া কোÑঅর্ডিনেটর পারভেজ কৈরী এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইয়েস গ্রুপের আহবায়ক সনাক সদস্য জিডিসন প্রধান সুচিয়াং, স্বজন সদস্য সৈয়দ ছায়েদ আহমদ, স্থানীয় ইউপি সদস্য মো: সামছুল হক ও পরিতোষ একাডেমীর পরিচালক পরিতোষ তার্তীসহ ইসেস গ্রুপের সদস্যরা।
পরে বাজারের পরিতোষ একাডেমী হল রুমে ইয়েস গ্রুপ আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে পরিচিতি সভা উদ্ভোধন করেন সনাক শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।
টিআইটি এরিয়া কোÑঅর্ডিনেটর পারভেজ কৈরী এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ইয়েস গ্রুপের আহবায়ক সনাক সদস্য জিডিসন প্রধান সুচিয়াং, স্বজন সদস্য সৈয়দ ছায়েদ আহমদ, স্থানীয় ইউপি সদস্য মো: সামছুল হক। পরে টিআইটি এরিয়া কোÑঅর্ডিনেটর পারভেজ কৈরী তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে প্রজেক্টারের মাধ্যমে এর পরিচিতি তুলে ধরেন। পরিচিতি সভায় পরিতোষ একাডেমীর পরিচালক পরিতোষ তার্তীসহ প্রায় অর্ধশত এর উপরে শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন