শ্রীমঙ্গল পৌরসভার বাজেট ঘোষণা

July 15, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার দুপুরে পৌরসভার মহসিন অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন। বাজেটে উন্নয়ন খাতে ৩১ কোটি ৯ লাখ ও রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা। ব্যয়ের মধ্যে সংস্থাপন ৮ কোটি ১০ লাখ, শিক্ষা ২০ লাখ, স্বাস্থ্য ও স্যানিটেশন ২ কোটি ১২ লাখ, পানি সরবরাহ ২ কোটি ৯২ লাখ, ডেঙ্গু-করোনা ও নালা-নর্দমা পরিচ্ছন্নতায় ১ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া সড়ক বাতি ১০ লাখ, ত্রাণ ২০ লাখ, নারী উন্নয়নে ৩ লাখ ৫০ হাজার, প্রশিক্ষণ ৫ লাখ, খেলাধুলা ও সংস্কৃতি ৫ লাখ ৫০ হাজার এবং যানজট নিরসনে ১৪ লাখ টাকা বরাদ্দ রয়েছে। পৌরসভার নিজস্ব ও অনুদান থেকে আয় হিসেবে এসব ব্যয় দেখানো হয়েছে। এছাড়া গত অর্থ বছরে ৫৫ লাখ ৯৩ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো: ইউসুফ হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, বিএনপি নেতা মকবুল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ, যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান মাস্টার, সদস্য সৈয়দ সালাউদ্দিন, সাবলু আহমেদ, মোবারক হোসেন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সাংবাদিক এসকে দাস সুমনসহ শহরের বিভিন্ন রাজনৈতিক ও নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ বাজেট ঘোষণায় সার্বিক সহযোগিতায় ছিল এনজিও ম্যাক বাংলাদেশ, রাইজিং ফর রাইটস প্রজেক্ট।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com