শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টে আলোচিত পর্যটক হত্যা মামলার প্রধান আসামী ওসমান গণি আটক

September 30, 2023,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টে আলোচিত পর্যটক শরীফুল হত্যা মামলার প্রধান আসামী ওসমান গণিকে আটক করেছে র‌্যাব।

শনিবার ভোরে গাজীপুর জেলার শ্রীপুর থানার ধলাদিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওসমানের (৩৪) বাড়ি কুমিল্লা জেলার মনোহগঞ্জ উপজেলার বচরই এলাকায়। তার বাবার নাম মো. ইসলাইল মিয়া। তিনি ঢাকায় কার্টুনের ব্যবসা করতেন।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আব্দুল্লাহ আল নোমান জানান, শুক্রবার ২৫ আগস্ট শ্রীমঙ্গল লেমন গার্ডেন রির্সোটের বৃষ্টি বিলাসে উঠেন শরীফুল ইসলাম ওসমান গনি ও অন্য আসামীরা। রোববার ২৭ আগস্ট ওসমান গণি গ্যাংরা শরীফুল ইসলামকে হত্যা করে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে। এ ঘটনায় শফিকুলের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে বুধবার ৩০ আগস্ট শান্ত ঘোষ নামে একজনকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ। এর একমাস পর শনিবার আটক হয় মূল আসামী ওসমান গণি। র‌্যাব জানায়, ওসমান গনিকে শনিবার বিকেলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আসামীরা পুর্ব পরিকল্পীত ভাবে তাকে হত্যা করে।

তিনি জানান, ধৃত ওসমান গনির আত্মীয় শাহীন নামে এক যুবক ঢাকায় হত্যার স্বীকার হন। তাদের ধারণা শরিফুল শাহীনকে হত্যা করেছে।

এই হত্যার প্রতিশোধ নিতে তারা ওসমান গনিকে নিয়ে শ্রীমঙ্গল লেমন গার্ডেন রির্সোটে বেড়াতে আসে। এখানে এসে শরীফুলকে প্রচুর পরিমান মদ্যপান করিয়ে একটি কাঠের চুকরা দিয়ে আঘাত করে তাকে হত্যা করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com