কমলগঞ্জেগর ইউনিয়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

August 31, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥  জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মঙ্গলবার ৩০ আগস্ট ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি  আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা। ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাছ আলী, ইউপি সদস্য শামীম আহমেদ, হায়দর আলী, মহিলা সদস্য গৌরি রানী কৈরী, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শৈলেন্দ্র দেব নাথ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবুল কাশেম, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা আক্তার উদ্দিন আহমেদ, আজিজুল ইসলাম জয়, রুপসান আহমেন, রনি আহমেদ, আলীনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি  রাজিব আহমেদ, সহ সভাপতি জহির খান, যুগ্ম সাধারন সম্পাদক মনসুর আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শামীম আহমেদ, ইসামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক সোয়াইব হোসেন, সহ সভাপতি সজীব হোসেন, আল আমীন, সাহাদত হোসেন প্রমুখ। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক দরিদ্র, অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ঔষধ বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com