সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের স্মরণে শহরে মোমবাতি প্রজ্বলন

June 7, 2022,

স্টাফ রিপোর্টার॥ চট্টগ্রাম সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের স্মরণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
সোমবার ৬ জুন রাত সাড়ে ৮টার দিকে শহরের চৌমুহনা চত্বরে আমরা প্রকৃতিপ্রেমী সংগঠনের ব্যানারে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় নিহতের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।
দোয়া ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন টিআইবির শ্রীমঙ্গল এরিয়া ব্যবস্থাপক পারভেজ কৈরী, নাট্যকর্মী নিতেশ সূত্রধর, পরিবেশকর্মী শাহানা আক্তার, মানবাধিকার কর্মী ও সাংবাদিক এস কে দাশ সুমন, সমাজকর্মী তুষার দেব।
বক্তারা অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহযোগিতার জন্য সরকার ও প্রশাসনের নিকট আবেদন জানান।একইসঙ্গে দেশে অগ্নিকান্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ কর্ম ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আবেদন জানান উপস্থিত বক্তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com