মারকাযুল উলূম আল-ইসলামিয়ার নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ মারকাযুল উলূম আল-ইসলামিয়া মৌলভীবাজার এর নবীন বরণ ও আল মারকায ছাত্র সংসদের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন ৯ জুন বৃহস্পতিবার বেলা ২টায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসার মুহতামিম ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল সাংবাদিক -কলামিস্ট মুফতি এহসান বিন মুজাহির।
মাদরাসার প্রিন্সিপাল মুফতি ইবরাহিম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষাসচিব মাওলানা যুবায়ের আহমদ, কবি ও লেখক হাসান মাহমুদ। অনুষ্ঠানে মাদরাসার কিতাব, হিফজ, নূরানি ও আদব বিভাগের সকল শিক্ষকমন্ডলীসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে গোলাপ ফুলের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেন পুরাতন শিক্ষার্থীরা।
মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে গঠন করা হয় আল মারকায ছাত্র সংসদ। এর মাধ্যমে প্রতি বৃহস্পতিবার বিষয়ভিত্তিক শিক্ষা সভা, বিতর্ক প্রতিযোগিতা, আরবি-বাংলা দেয়ালিকাপপ্রকাশ, বার্ষিক স্মারক, বিভিন্ন সেমিনার, সাহিত্য-সাংবাদিকতা বিষয়ক কর্মশালাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরিশেষে দোয়া ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন