গফরগাঁওয়ে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে শ্রীমঙ্গল কলেজে শিক্ষকদের মানববন্ধন

June 12, 2022,

স্টাফ রিপোর্টার॥ ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে স্থানীয় সন্ত্রাসীদের হামলা, সরকারি সম্পত্তি ভাংচুর, সরকারি দলিলপত্র ছিনতাই এবং অধ্যক্ষসহ কলেজ শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শ্রীমঙ্গল কলেজ ইউনিটের উদ্যোগে ১ ঘণ্টার কর্মবিরতি ও মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

১২ জুন শ্রীমঙ্গল কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ প্রফেসর দীপ চাঁন কানুর সভাপতিত্বে ও কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক আব্দুল সাজিদ, কাজী ফরহাদ, বিজন দেবনাথ, সুদর্শন শীল, সুব্রত সাহা, দেলোয়ার হোসেন, ফজলুল হক প্রমুখ।

বক্তারা গফরগাঁও সরকারি কলেজে সংঘটিত সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এই গর্হিত ঘটনাটির সুষ্ঠু তদন্ত, জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় এনে আইনানুগ শাস্তি প্রদান করে কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com