কমলগঞ্জে নির্মাণ শ্রমিকদের ৫ দিনব্যাপী শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

June 12, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তর উদ্যোগে কমলগঞ্জের শমশেরনগরে নির্মাণ শ্রমিকদের অংশগ্রহনে ৫দিনব্যাপী ’শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ ’ কোর্সের উদ্বোধন হয়েছে। রোববার সকাল ৯টায় শমশেরনগর শ্রম কল্যাণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কোর্সের উদ্বোধন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক, শ্রীমঙ্গল এর উপ মহাপরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান।

শমশেরনগর শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. প্রিয়তোষ রায়ের সভাপতিত্বে ও মোহাম্মদ শাহনেওয়াজের সঞ্চালনায় এ শিক্ষা প্রশিক্ষণ কোর্সে মুন্সীবাজার ইউনিয়নের ৩৫ জন নির্মাণ শ্রমিক অংশগ্রহন করেন। বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু। কর্মশালায় নির্মাণ শ্রমিকদের দক্ষতা অর্জনে উন্নত ভবন নির্মাণে শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ কাজ করবে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com