কমলগঞ্জে ভারতের নুপুর শর্মার সমর্থনে ফেইসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টায় গ্রেফতার ১

June 13, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগানের রামচন্দ্র সিং এর ছেলে অমিত সিং কে উস্কানীমূলক পোস্ট ভারতের নুপুর শর্মার সমর্থনে দেয়ায় রাতে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ১২ জুন রাতে সোসাল মিডিয়ায় নুপুর শর্মাকে সমর্থন করে উস্কানিমূলক পোস্ট দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা করে সে। এতে পোস্টটি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতিবাদ করে অমিত সিং এর বাসা ঘেরাও করে। পরে অমিত সিং তার এক বন্ধুর ফেসবুক থেকে লাইভে এসে ক্ষমা চান। কিন্তু ক্ষমা চাইলেও শেষ দিকে বলেন এটা বাংলাদেশ সেটা সে জানতো না।
খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান এর নেতৃত্বে অমিত সিং কে গ্রেফতার করা হলে পরিস্থিতি শান্ত হয়। তার আরেক সহযোগী পলাতক রয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com