দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে শ্রীমঙ্গলে চালক নিহত

June 14, 2022,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ হাবিব মার্কেট এলাকায় পণ্য আনলোড করতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেন দ্রুতগামী অপর একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় চালক লোকমান মিয়া।
এই ঘটনাটি ঘটে সোমবার ১৩ জুন দিবাগত গভীর রাতে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা হতে আসা চানাচুর ভর্তি একটি কাভার্ডভ্যান যার নং- ঢাকা মেট্রো -ট ১৩ – ৫৩ ৯৯। গাড়িটি চানাচুর আনলোড করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিল।
এসময় অপর দিক থেকে চা পাতা বোঝাই একটি কাভার্ড দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে ধাক্কা মারে। তখন ঘটনাস্থলেই চা পাতা বোঝাই কাভার্ডভ্যানের চালক মারা যান।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কর্মীরা ও থানা পুলিশ এসে কাভার্ডভ্যানের দরজা কেটে চালক লোকমান মিয়াকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লোকমান মিয়াকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার এসআই রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লোকমান কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com