শ্রীমঙ্গলে বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা

June 22, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিনিয়োগ অগ্রাধিকার এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যবসায় বিনিয়োগ ও উন্নয়ন সহায়তা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার ২২ জুন সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির উদ্যোগে সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার এর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার, নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ফজলুল হক, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী প্রমুখ।
এছাড়াও নারী উদ্যোক্তা কমিটির সদস্য মিতালি দাসসহ বিভিন্ন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com