কমলগঞ্জে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ

June 25, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে কমলগঞ্জে শনিবার ২৫ জুন বিকাল ৫টায় কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মিষ্টি বিতরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় থানা প্রাঙ্গনে এসে।
শোভাযাত্রা শেষে কমলগঞ্জ থানা প্রাঙ্গনে বক্তব্য প্রদান করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান প্রমুখ। আনন্দ শোভাযাত্রায় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
এর আগে ২৫ জুন শনিবার সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন সর্বসাধারণ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com