পদ্মা সেতুর উদ্বোধনে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে কবিতা পাঠের আসর

June 26, 2022,

বিকুল চক্রবর্তী॥ পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে দেশের দক্ষিনাঞ্চলকে সারা দেশের সাথে সংযুক্ত করায় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে ২৫ জুন শনিবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে আয়োজন করা হয় আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পদ্মা সেতু নিয়ে রচিত কবিতা পাঠের আসর।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আক্তার হোসেন মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অর্ধেন্দু কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন অধ্যাপক অবিনাশ আচার্য্য, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নেতা জহর তরফদার, ন্যাপ মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক চৌধুরী নিহারেন্দু হোম সজল, জাসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হাজী এলেমান কবির। এ ছাড়াও বক্তব্যদেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রজত শুভ্র চক্রবর্তী, সাংবাদিক কাউছার আহমদ রিয়ন ও নাট্য ব্যাক্তিত্ব প্রিন্সসহ আরো অনেকে।
এ সময় পদ্মা সেতু নিয়ে লেখা অধ্যাপক অবিনাশ আচার্য্যের কবিতা পাঠ করেন শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান দুলন, পদ্মা সেতু নিয়ে লেখা চা বাগান ব্যবস্থাপক বিকাশ সিংহের কবিতা আবৃত্তি করেন সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী। স্ব-রচিত কবিতা আবৃত্তি করেন বঙ্গ কবি লুৎফুর রহমান।
এ সময় বঙ্গবন্ধু, পদ্মা সেতু ও দেশের গান করেন প্রখ্যাত সংগীত শিল্পী তারেক ইকবাল চৌধুরী, শ্যামল আচার্য্য ও হৃদি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com