স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে দেশ ছাড়িয়ে প্রবাসেও আনন্দ-উৎসবের

June 26, 2022,

বিকুল চক্রবর্তী॥ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে দেশ ছাড়িয়ে প্রবাসেও আয়োজন করা হয় আনন্দ-উৎসবের।
এ উপলক্ষে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ডেনমার্কস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজন করে এক আনন্দযজ্ঞের।
বাংলাদেশ রাষ্ট্রদূত মুহাম্মদ আললামা সিদ্দিক এর সভাপতিত্বে ও দূতাবাসের কাউন্সিলর সাকিব সাদাকাত এর সঞ্চালনায় এ আনন্দ অনুষ্ঠানে বক্তব্য দেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদ চৌধুরী , সৈয়দ মোঃ সোয়েব , সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ-সমন্বয় কমিটির সদস্য সচিব এম এ লিংকন মোল্লা , ডেনমার্ক আওয়ামীলীগের সদ্য সাবেক সা.সম্পাদক সাব্বির আহমেদ , নব নির্বাচিত সাধারন সম্পাদক সামি দাস , যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম রাজুসহ আরো অনেকে।
বাংলাদেশ রাষ্ট্রদূত মুহাম্মদ আললামা সিদ্দিক জানান, ঐতিহাসিক এই দিনটিকে স্মরনীয় করে রাখতে তারা এ আয়োজন করেন।
বক্তারা বলে, এ কাজ সম্ভব হয়েছে সাহসী পিতার সাহসী কন্যার সাহসিকতায়। সাহসী পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব মানচিত্রের দিয়েছিলেন বাংলাদেশের ম্যাপ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক বিস্ময়কর কাজের মধ্য দিয়ে মাথা উঁচু করে উজ্জ্বল দ্রুতি ছড়িয়ে দিচ্ছেন বিশ্ব দরবারে। এতে আলোকিত হচ্ছে বাংলাদেশ। স্বপ্নের পদ্মা সেতু তেমনি এক আলোর অংশ।
আলোচনা সভা শেষে প্রত্যেকে মিষ্টিমুখসহ ভুরি ভোজের আয়োজন করে দূতাবাস।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com