নানান আয়োজনের মধ্যে দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে ব্র্যাক ডে

March 24, 2025,

পলি রানী দেবনাথ : প্রতিবছরের মতো এ বছরও নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে ৫৩ তম ব্র্যাক ডে। ১৯৭২ সালে স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধস্ত বাংলাদেশে স্বল্প পরিসরে ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা ঘটলেও ব্র্যাক বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে। এবারের ব্র্যাক ডে এর প্রতিপাদ্য ছিল “ঘুরে দাঁড়াবার শক্তি”।

২৩ মার্চ রবিবার ব্র্যাক ডে উপলক্ষে সকালে শ্রীমঙ্গল ব্র্যাক লার্নিং সেন্টার প্রাঙ্গনে র‌্যালীর আয়োজন করা হয়। এছাড়াও ব্র্যাক ডে উপলক্ষে সিলেটের ঐতিহ্য শীতলপাটি, মনিপুরী তাঁত শিল্প, স্থানীয় কৃষকের ফলানো সবজি, হস্তশিল্প ইত্যাদি নিয়ে ব্র্যাক লার্নিং সেন্টার প্রাঙ্গনে ”আশার জয়” নামে ১০টি স্টলের মেলা বসে। এসময় অনুষ্ঠানের অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন। সকাল ১০টা ৩০ মিনিটে সিলেট অঞ্চলের লোকজ  টাক খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় ব্র্যাকের কর্মীরা অংশগ্রহন করেন।

দুপুরে গণনাটক দল, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, ব্র্যাকের আয়োজনে “ঘুরে দাঁড়াবার শক্তি” নামে মঞ্চ নাটক পরিবেশিত হয়।

দুপুর ২টা ১০ মিনিটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ২৫মিনিটে অনুষ্ঠিত হয়  লিডারশিপ টক। সবশেষ দুপুর ২টা ৪৫মিনিটে স্যার ফজলে হাসান আবেদ মূল্যবোধ পুরস্কার ২০২৫ প্রদান করা হয়।

মৌটুসী কবির, ঊর্ধ্বতন পরিচালক-পিপল,কালচার আ্যন্ড কমিউনিকেশনস্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেন জিল্লুর রহমান, চেয়ারপারসন, ব্র্যাক, আসিফ সালেহ, এক্সিকিউটিভ ডিরেক্টর, ব্র্যাক, তামারা হাসান আবেদ, ম্যানেজিং ডিরেক্টর, ব্র্যাক, এন্টারপ্রাইজসহ ব্র্যাকের কর্মীরা।

এবার স্যার ফজলে হাসান আবেদ মূল্যবোধ পুরস্কার ৯ জনকে প্রদান করা হয়। তারা হলেন মোহাম্মদ শামীম আজাদ, সিনিয়র ডিজাইন ম্যানেজার, আড়ং, সাবিনা ইয়াসমিন, ম্যানেজার, আড়ং, মো: আব্দুর রব, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, নুপুর আক্তার, সহকারী শাখা ব্যবস্থাপক, মাইক্রোফাইন্যান্স (দাবি), নীলুফা ইয়াসমিন, আঞ্চলিক ব্যবস্থাপক, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি, রুমা খাতুন, কর্মসূচি সংগঠক আলট্রা পুওর গ্র্যাজুয়েশন, সুফিয়া আক্তার, এলাকা ব্যবস্থাপক মাইক্রোফাইনান্স (দাবি), মোসা: সালমা জাহান, শাখা ব্যবস্থাপক, আলট্রা পুওর গ্র্যাজুয়েশন,  মো: রেজওয়ানুল আলম, আউটলেট ম্যানেজার, আড়ং।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com