জুড়ীতে সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু সেবাকেন্দ্রের উদ্বোধন

May 3, 2025,

হারিস মোহাম্মদ : জুড়ী উপজেলায় সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু সেবাকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার  ৩ মে  দুপুরে জুড়ী উপজেলার সানাবিল লাইব্রেরি অ্যান্ড এডুকেশন সেন্টারে এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়।

সানাবিল ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়ার সভাপতিত্বে এবং জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, নিউ সিটি ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. জামান, সানাবিল আই কেয়ারের চক্ষু বিশেষজ্ঞ ডা. বুরহান উদ্দিন, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ফখর উদ্দিন পাঠান, শিক্ষক গৌছ উদ্দিন, উপজেলা চত্বর জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ প্রমুখ।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার এই চক্ষু সেবাকেন্দ্রে বিনামূল্যে চোখের চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা সরবরাহ করা হবে। সুবিধাবঞ্চিত জনগণের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com