কুলাউড়ার এসিল্যান্ড জহুরুল হোসেন ইউএনও পদে পদায়িত

July 1, 2025,

এস আর অনি চৌধরী : কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদোন্নতি পেয়েছেন। তাকে ময়মনসিংহ বিভাগে ইউএনও পদে পদায়ন করা হয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, কুলাউড়ায় দায়িত্ব পালনকালে শাহ জহুরুল হোসেন তার কর্মদক্ষতা ও নিষ্ঠার কারণে প্রশংসিত হন। ভূমি সংক্রান্ত নানা অনিয়ম রোধ, ডিজিটাল ভূমি সেবা চালু এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এছাড়া নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ভূমি অফিসকে জনবান্ধব করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া কার্যক্রমে তিনি জনমনে আস্থা তৈরি করেন। তার এসব উদ্যোগ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা অনেকটাই বাড়িয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com