স্ত্রীর মৃ/ত্যু/র খবর শুনে স্বামীও মা/রা গেলেন

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীও মৃত্যুবরণ করেছেন। উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও গ্রামের বাসিন্দা ওয়ারিছ উল্লাহ (৮০ ) ও তাঁর স্ত্রী রিনা বেগম (৬৬) মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেন ।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, রীনা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর মধ্যে সপ্তাহখানেক আগে পাশের কমলগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে তিনি বেড়াতে যান। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে রীনা হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এদিকে আজ ভোরে ফজরের নামাজ পড়ার জন্য অজু করে ফিরে ওয়ারিছ স্ত্রীর মৃত্যুর খবর পান এ সময় তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা শিক্ষক মুহিত চৌধুরী রিপন বলেন, দাম্পত্য জীবনে দুজনের মধ্যে ভালো বোঝাপড়া ছিল। ওয়ারিছ উল্লাহ দম্পতির ৪ মেয়ে ও ১ প্রতীবন্ধী ছেলে সন্তান রয়েছে।
তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু, মসজিদপ্রেমী মানুষ। তিনি রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্য ছিলেন। দাম্পত্য জীবনে একে অপরের পরিপূরক এই দম্পতির কবরও খোঁড়া হয়েছে পাশাপাশি। মঙ্গলবার ১৫ জুলাই বিকাল ৩টা ৩০ মিনিটে রাউৎগাঁও শাহ গিয়াস উদ্দিন (রহ:) মাজার প্রাঙ্গণে তাদের জানাজার নামাজ শেষে পাশাপাশি দাফন করা হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন