জাতীয় রাজনীতি ঘোলাট করার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল-এম নাসের রহমান

স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন দেশের জাতীয় রাজনীতি দিন দিন স্পষ্ট হওয়ার পরিবর্তে আরও ঘোলাটে হয়ে উঠছে। তিনি অভিযোগ করেন একটি বিশেষ ইসলামপন্থী রাজনৈতিক দল এই ঘোলাটে পরিস্থিতি তৈরি করছে। যার মূল উদ্দেশ্য হলো আসন্ন নির্বাচনে নিজেদের নিশ্চিত পরাজয় ঠেকাতে বিএনপিকে অপপ্রচারের মাধ্যমে দুর্বল করা।
মঙ্গলবার রাতে স্কটল্যান্ডের এডিনবরায় দি প্যালেস অভিজাত হোটেলে স্কটল্যান্ড বিএনপি ও সেখানে বসবাসরত মৌলভীবাজারবাসীর আয়োজনে মৌলভীবাজার জেলার বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্কটল্যান্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোহিত খান বাদশার সভাপতিত্বে ও স্কটল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন স্কটল্যান্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মিয়া লিটন, সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম নান্না,মোছাব্বির মিয়া, সাংগঠনিক সম্পাদক মনোয়ার পারভেজ জুয়েল, বিএনপি নেতা লেবাছ মিয়া, মামুনুর রশিদ মামুন,সাদিকুর রহমান সাদিক,সোলাইমান মিয়া, মো: সানি, হারুন মিয়া, মাসুম মিয়া, নাহিদ আহমেদ, শাহান আহমেদ, জায়েদ আহমেদ, শামীম আহমেদ প্রমুখ।
নাসের রহমান বলেন ওই দলটি জানে নির্বাচন হলে তারা কতগুলো আসন পাবে। সেটা জনগণসহ আমরা সবাই জানি। তাই তারা এখন ফেসবুক কেন্দ্রীক অপপ্রচারে মেতে উঠেছে। বিএনপির বিরুদ্ধে মিথ্যা, গালাগালি ও কুৎসা ছড়িয়ে সামাজিক মাধ্যমে বিএনপিকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। অথচ এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো যথেষ্ট প্রতিপক্ষ দেখা যায় না।
তিনি বলেন ওই ইসলামি দলের বাস্তব ভোট ব্যাংক ১০ থেকে ১৫ শতাংশের বেশি নয়। একটি ক্ষুদ্র অংশ নিয়ে তাদের অতিরিক্ত চাহিদা জনগণের কাছেও প্রশ্নবিদ্ধ। তাদের নেতারা একই বিষয়ে তিনরকম বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। এখন তাদের আচরণ দেখে মনে হয়, যেন তারা দেশের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। নাসের রহমান বলেন বর্তমান ইন্টারিয়ম সরকারকে শুধু নির্বাচন আয়োজন নয় বরং আরও দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। রাজনৈতিক সংস্কার ও গণহত্যার বিচার।
তিনি দাবি করেন জুলাই আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত চৌদ্দশত মানুষের হত্যাকান্ডে তৎকালীন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা সরাসরি দায়ী। এই হত্যাকান্ডের অডিও নির্দেশনা বিবিসি ইতোমধ্যে যাচাই করেছে এবং সত্যতা পেয়েছে। তৎকালীন আইজিপি এখন এই ঘটনার সাক্ষী হয়েছেন। দেশবাসীর প্রত্যাশা ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনার প্রথম মৃত্যুদন্ডের রায় ঘোষিত হবে। এটা এখন সময়ের দাবি। নাসের রহমান অভিযোগ করেন বলেন ইসলামি দলগুলোর মধ্যে একটি কৌশলী গোষ্ঠী চরমোনাই পীরকে সামনে রেখে বিএনপিকে উদ্দেশ্য করে লাগাতার কটূক্তি করে চলেছে। মূল ইসলামি দলটি সরাসরি বিএনপির বিরুদ্ধে না গিয়ে চরমোনাইয়ের পীরকে দিয়ে কথা বলিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে।
মন্তব্য করুন