জুড়ীতে জাঙ্গীরাই মাদ্রাসার সুপার স্মরণে শোকসভা, আলোচনা  ও দোয়া মাহফিল

July 20, 2025,

জুড়ী প্রতিনিধি : মজুড়ী উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গীরাই দাখিল মাদ্রাসার সুপার মরহুম মাওঃ শফিকুল ইসলাম স্মরণে  এক শোকসভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।

রোববার ২০ জুলাই সকাল ১০ টায় মাদ্রাসার হল রুমে বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমানের  সভাপতিত্বে ও সহ সুপার মাওঃ আব্দুর রহিম  সরকারের  সঞ্চালনায় আয়োজিত সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, নওয়াবাজার আহমদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ লিয়াকত আলী খান, জুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূঁইয়া, সাগরনাল সিনিয়র  আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ আব্দুল করিম, নয়াগ্রাম শিমূলতলা দাখিল মাদ্রাসা সুপার মাওঃ জিয়াউল হক, শাহপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা  সুপার মাওঃ আবুল হোসেন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইসহাক আলী, জুড়ী উপজেলা দূর্নীতি  দমন কমিশন সভাপতি তাজুল ইসলাম (তারা)মিয়া, দক্ষিণভাগ এন সি হাই স্কুল প্রধান শিক্ষক আসুক আহমদ ও বিশিষ্ট সমাজ সেবক মুজিবুর রহমান আজিজী প্রমূখ।এ ছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত  ছিলেন।

অতিথিরা মরহুম মাওঃ শফিকুল ইসলামের কর্মময় জীবনের  বিভিন্ন দিক তুলে ধরে তার ভূয়সী  প্রশংসা  করেন এবং তিনির রুহের  মাগফিরাত ও শোক সম্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। সভাশেষে দোয়া পরিচালনা করেন  মাওঃ আব্দুর  রহিম সরকার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com