মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে মৌলভীবাজার বিএনপির শোকসভা ও দোয়া

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে নিহত শিক্ষার্থীদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ,দোয়া ও শিরনী বিতরণ করা হয়।
২২ জুলাই মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার পৌরসভা হলরুমে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আবদুল ওয়ালি সিদ্দিক, এম এ মুকিত, বকসি মিছবাহ উর রহমান, মো: ফখরুল ইসলাম, মো: বদরুল আলম, সদর থানা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো: মারুফ আহমদ, প্রথম যুগ্ম সম্পাদক সফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: কাজল মাহমুদ, মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ, সচিব সরওয়ার মজুমদার ইমন, বিএনপি নেতা সাইফুল ইসলাম টুটুল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।
আহত ও নিহত শিক্ষার্থীদের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে শোকসভা শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য মিলাদ মাহফিল, দোয়া ও শিরণী বিতরণ করা হয়।
মন্তব্য করুন