উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় একাডেমিক সুপারভাইজারের আকস্মিক পরিদর্শন ও মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার মো: আলাউদ্দিন উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা আকস্মিকভাবে পরিদর্শনে আসেন। এ সময় তিনি মাদরাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।
২২ জুলাই মঙ্গলবার মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় একাডেমিক সুপারভাইজার শিক্ষার গুণগত মান, শ্রেণি পরিচালনার কৌশল, পাঠদানের দক্ষতা ও শিক্ষার্থীদের উপস্থিতি বিষয়ে গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দও মতামত প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং কিছু শিক্ষার্থীর সাথে সরাসরি পাঠদানের বিষয়েও কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের শৃঙ্খলা, উপস্থিতি ও পাঠগ্রহণে আগ্রহ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
মন্তব্য করুন