জুড়ীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে জরিমানা

July 22, 2025,

সাইফুল ইসলাম সুমন : জুড়ীতে শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার ২২ জুলাই বিকালে জুড়ী উপজেলা চত্বরে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এর ৮ (১) ধারা মোতাবেক ৫ টি মামলায় ৪ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। অভিযানে ১২টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাবলু সূত্রধর। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রিয়াজুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের স্বপন কুমার দাস ও জুড়ী থানার এসআই কবির উদ্দিন সহ অন্যান্য কর্মচারীবৃন্দ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জুড়ী থানার পুলিশ সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রিয়াজুল ইসলাম জানান, শব্দ দূষণ রোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য আরও কার্যক্রম নেওয়া হবে।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো ও আইন প্রয়োগের মাধ্যমে পরিবেশ সুরক্ষাই ছিল এই মোবাইল কোর্টের মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com