মৌলভীবাজারে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত, নতুন সংবিধানের বিপক্ষে দাড়াচ্ছে বিভিন্ন শক্তি-নাহিদ ইসলাম

July 26, 2025,

স্টাফ রিপোর্টার : বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদ ও ঘোষণাপত্র নিশ্চিতে আগামী ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অভূত্থানের পরেও বাংলাদেশকে পুরোনো পদ্ধিতে চালানোর চেষ্টা অবব্যাহত আছে। সেটা তরুনরা করতে দেবেনা। অন্তবর্তি সরকার আশাহত করেছে তরুনদের, নির্বাচনকে সামনে রেখে সব একাকার করা হচ্ছে-যা কখনো কাম্য নয়।

তিনি বলেন সংস্কার, নতুন সংবিধানের বিপক্ষে দাড়াচ্ছে বিভিন্ন শক্তি। কিন্তু সংস্কার আর মানুষের সকল অধিকার নিশ্চিত না করে নির্বাচন নিয়ে পড়ে থাকলে হবে না। পুলিশ হত্যার দায় ২৪ এর যোদ্ধাদের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে, কিন্তু এটা করেছে ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনী।

নাহিদ বলেন, আমরা নির্বাচন চাই আমরা গণতন্ত্রের জন্য লড়াই করা শক্তি, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য লড়াই করা শক্তি, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে এই নির্বাচনকে জনগণ গ্রহন করবে না। গণঅভ্যূত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন ফ্যাসিস্ট প্রদান শেখ হাসিনা। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। এজন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে কথা শুনছি।

তিনি আরও বলেন, মুজিববাদ এখনও নানাভাবে, ছলে-বলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এই দেশে মুজিববাদের জায়গা হবে না। মুজিববাদ মানেই একদলীয় শাসন, লুটেরা, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল। মুজিববাদকে এই দেশে দাঁড়াতে দেওয়া হবে না।

শনিবার ২৬ জুলাই দুপুরে মৌলভীবাজার শহরের বেরিরপাড় পয়েন্টে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা অনুষ্ঠানে তিনি উপরের উল্লেখিত কথা বলেন।

পথসভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি এখন পর্যন্ত ঘোষ-দুর্নীতি কমেনি। সরকারি অফিসে গিয়ে সেবা নিতে চাইলে এখনও দালদের খপ্পরে পরতে হয়। ঘোষ দিয়ে এখনও সেবা নিতে হয়। আগামীতে ঘোষ দিয়ে সরকারি নেতে হবে এমন বাংলাদেশ আর আমরা দেখতে চাইনা।

তিনি আরও বলেন, বাংলাদেশকে নিয়ে দেশী বিদেশী নানা গোষ্ঠি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব¡ নিয়ে স্বরযন্ত্র করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই জুলাই আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম, আমাদের শরিরে একবিন্দু রক্ত থাকতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোন স্বরযন্ত্র সহয্য করবো না।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা যতদিন বেঁচে আছি, ফ্যাসিস্টদের এদেশে ফিরতে দেবনা না।

সিলেট থেকে পৌছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এর নেতৃত্বে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে পদযাত্রা শুরু হয়ে বেরিরপাড় পয়েন্টে সভা স্থলে গিয়ে শেষ হয়।

পদযাত্রা সভায় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অনিক রায়ের সঞ্চলনায় বক্তব্য রাখেন আহবায়ক নাহিদ ইসলাম,সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, সংগঠক সাদিয়া ফারজানা  দীনা।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা,যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব,এহতেসামুল হক, মনিরা শারমিন, যুগ্ম আহবায়ক অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা: জাহেদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহবায়ক আবু বাকের মজুমদার,যুবশক্তির যুগ্ম আহবায়ক মারুফ আল হামিদ, কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমন, এনসিপির মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া, যুগ্ম সমন্বয়কারী কবিরুল ইসলাম রুমন, আব্দুল বারী খোবায়েব, সাফওয়ান জাহান চৌধুরী প্রমুখ।

পদযাত্রা শেষে দুপুর ৩ টায় শ্রীমঙ্গলের চৌমোহনা চত্বরে জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com